হবিগঞ্জে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের কারাদণ্ড

0
393

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ৯টা ৪৫ মিনিটে বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে মিরপুর মাদরাসার শিক্ষক রকেট উদ্দিন সরকারকে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে ২টি মোবাইলসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষককে হাতে-নাতে আটক করেন। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয় ও ৭ শিক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময় মোবাইল ফোন পাওয়ার অপরাধে তাদের বহিষ্কার করা হয়।বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্টফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন, এসময় ওই শিক্ষকের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৭ শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, পরীক্ষায় পাবলিক পরীক্ষায় অবৈধ কাজে জরিত যাকেই পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here