এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইলের বারুইগ্রাম ও রসূলপুর গ্রামে সোমবার (২১শে জানুয়ারী) টোটাল বারাকাহ হাউজিং বাংলাদেশ লি: এবং বারাকাহ হাউজিং অস্ট্রেলিয়ার উদ্দ্যোগে শীতার্ত পুরুষ ও মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন উক্ত সংস্থাসমূহের চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো. মহিউদ্দিন ভূইয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও প্রকৌশলী একেএম মোফাক্কার হোসেন, মার্কেটিং ও ব্লেনডিং উর্ধ্বতন নির্বাহী আতিকুজ্জামান খান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভ্ইূয়া, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের মহা সচিব মুফতি কামরুল ইসলাম ভূইয়া ও নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু সহ সুধীবৃন্দ।
খবর৭১/ইঃ