সুন্দরগঞ্জে পাকা সড়ক বিনষ্ট করছে একশ্রেণীর বাহন

0
366

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন পাকাসড়ক বিনষ্ট করছে অপরিকল্পিত বাহন।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে পাকাসড়কের পাশে ইটভাটা স্থপন, স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার্য্য পণ্যসমগ্রী, ইট, বালু, মাটি ইত্যাদি মালামাল আনা-নেয়া বা বহণ করতে পাওয়ার টিলারসহ মহেন্দ্র (কাঁকড়া), ট্রলী নামে পরিবহণের গাড়িতে লোহার চাকা ও অপরিকল্পিত চাকা ব্যবহারের মাধ্যমে পাকা রাস্তায় চলা ফেরার ফলে বিনষ্ট হচ্ছে। এতে স্বাভাবিক যানবাহণসহ পথচারীদেরকে প্রতিনিয়তই দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। পাওয়ার টিলারে ব্যবহার লোহার তৈরি চাকা পাকা রাস্তা দিয়ে যাতায়তের ফলে রাস্তার কার্পেট বিনষ্ট হয়ে ক্ষত বা গর্তের সৃষ্টি হচ্ছে। এতে পাকা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হলেও প্রতিরোধে কোন পদক্ষেপ গৃহীত হচ্ছেনা বলে জানান সচেতন মহল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here