হেদায়েত হোসাইন লিটন ,বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৪ কোটি ৬৪ লক্ষ টাকার নৌকা ও পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার সকালে সুন্দরবনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এলাকার শিবসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা এবং ১ কোটি ৭২ লক্ষ পিস ফাইসা পোনা আটক করে কোস্টগার্ড সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ টাকা। আটককৃত ১ কোটি ৭২ লক্ষ পিস ফ্যাইসা পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১ কোটি ৭২ লক্ষ পিস ফ্যাইসা পোনা আটক করা হয়েছে। আটককৃত নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে এবং ফাইসা পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।
খবর৭১/ইঃ