খবর ৭১ঃ জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যেখানে বিএনপিতে ভাঙনের সুর বাজছে সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। আমাদের রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখেছি ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল, সেই ফ্রন্ট না টিকারই কথা। তাছাড়া বিএনপিতেও ভাঙনের সুর ধরেছে।’
তিনি বলেন, ‘এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এ জোট টিকবে না।’
জাতীয় নিবার্চনে বিএনপির ভরাডুবির পর উপজেলা নিবার্চনে বিএনপির অংশগ্রহণে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যাগ নেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘গণতন্ত্রকে গুরুত্ব দিয়ে বিএনপি যেমন জাতীয় নির্বাচনে এসেছে ঠিক তেমনিভাবে উপজেলা নিবার্চনেও তারা নিজেদের থেকে আসবে।’
‘জাতীয় নিবার্চনে বিএনপিকে ডেকে আনা হয়নি উপজেলা নিবার্চনেও হবে না’ বলে যোগ করেন কাদের।
বিজয় সমাবেশ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের মতো গণজোয়ার সৃষ্টি হবে। স্মরণকালের বিশাল সমাবেশে রুপ নিবে। এটা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সততার ফসল। সারা দেশ থেকে মানুষের ঢল নামবে।’
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশে’ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিশাল বিজয়ের পর সরকার তিনটি বিষয়ে খুব কঠোর আছেন, এবার বিজয়ী সমাবেশ জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করবে সরকার প্রধান।’
জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় এবার সংরক্ষিত নারী আসনে আগ্রহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি বলে জানান ওবায়দুল কাদের।
এবার ত্যাগী নেতা-কর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।’