উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের চারটি থানায় পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে (১৮,জানুয়ারী) সকাল পজনত গ্রেফতারকৃত হল জিআর মামলায় ৫ জন সিআর মামলায় ৭ জন সাজপ্রাপ্ত, অন্যান মামলায় ১ জন মোট গ্রেফতার ১৪ সদরে ৩ জন, নড়াইলের লোহাগড়া ৬ জন, নড়াইলের কালিয়া ৩ জন, নড়াইলের নড়াগাতী ২ জন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।