মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধি।। বান্দরবান সদর উপজেলায় বাঘমারায় থেকে আসা ট্রাক এর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে মারাত্নক আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বান্দরবান সদর মেডিকেলে নিয়ে আসে।
নিহত মোটর সাইকেল চালকের নাম উজ্জ্বল তঞ্চঙ্গ্যা(১৯)। সে রোয়াংছড়ি বাঘমারা এলাকার লক্ষী মোহন কারবারী পাড়ার মতিলাল তঞ্চঙ্গ্যার ছেলে।
আজ (রবিবার) সাড়ে ১১টার সময় বাঘমারা এলাকার সুনিল কারবারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার সময় নিহত উজ্জ্বল তঞ্চঙ্গ্যা মোটর সাইকেল যোগে বাঘমারা বাজারে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক( টিএস) নম্বর চট্টমেট্রো- ট- ১৯০৭ এর মুখোমুখি হয়। এসময় মোটর সাইকেল চালক উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ এনামুল হক ভূূূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে লাশটি সদর হাসপাতালে রাখা আছে। তবে ট্রাকটি জব্দ করা হলেও ঘটনাস্থলেই ট্রাকটি রাখা আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
খবর ৭১/ইঃ