রাকিব হাসান ,পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আবদুল কাদের শিকদার হত্যা মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নুর ইসলাম (৩০), বিল্পব বাড়ই (৩০) ও বারেক সিকদার (২৮)।
জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর রাতে ওই বাজারের দন্ডপ্রাপ্তরা ডাকাতি করতে যায়। এ সময় বাজারের নৈশপ্রহরী আবদুল কাদের সিকদার (৬০) তাদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় খুন হওয়া আবদুল কাদেরের ছেলে মো. জহিরুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও ৩০ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। এদের মধ্যে গত বুধবার আসামি বিল্পব বাড়ই আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপে মামলা পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি)আরিফুল হক টিটু ও পরে কৌঁসুলি ছিলেন মো. মাহবুবুর রহমান শামিম।
খবর৭১/এসঃ