স্টাফ রিপোর্টার:
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ ড. সরকার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা খবিরুজ্জান বাচ্চু, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ আহমেদ শিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ আলম, ঢাকা জেলা দক্ষিণের আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব তজিমদ্দিন, ঢাকা মহানগর পশ্চিমের আহবায়ক শেখ জামাল উদ্দিন, সদস্য সচিব গোপাল চন্দ্র, কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রমূখ।
খবর৭১/এসঃ