ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে

0
370

খবর৭১:ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। এই ধর্মঘটের প্রথম দিনেই দেশটির কয়েকটি রাজ্যে স্বাভাবিক জীবন বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের অনেক স্থানে বাস ভাংচুর ও টায়ারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।

ভারতের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (সিটিইউ) দেশজুড়ে এ ধর্মঘটের ডাক দিয়েছে। দেশটির ২০ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আজ ধর্মঘটের প্রথম দিনে ওই তিন রাজ্যের কয়েকটি স্থানে ধর্মঘট সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ধর্মঘটে পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here