নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

0
333

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সোমবার (৭,জানুয়ারী) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এর উদ্বোধন করেন ডিসি আনজুমান আরা। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সভাপতি আয়ুব খান বুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রওশন আরা কবির লিলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সাহাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেলমোল্যা, দৈানিক বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), প্রচার সম্পাদক বুলু দাসসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রতিযোগিতায় বাগেরহাট, সাতক্ষীরা ও মাগুরা জেলা দল অংশ নেয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here