চৌগাছায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত-৩

0
331

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষে মহিলাসহ অন্তত ৩ জন মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই সংর্ঘষের ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আওযামীলীগের উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন সময় আরও বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি।
এলাকাবাসি ও ভূক্তভোগী সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব থেকেই এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। নির্বাচনের পরও তা অব্যহত থাকে। সেই সুত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে আওয়ামীলীগ নেতা আলতাপ হোসেনের নেতৃত্বে শওকত আলী, বিপুল সহ ১০/১২ জন সন্ত্রাসী মশিয়ার রহমান ও আব্দুল মুজিদের বাড়িতে হামলা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর গ্রুপের মশিয়ার রহমান (৬০), আব্দুল মজিদ (৪০) ও তার স্ত্রী পারভীনা খাতুন (৩৫) মারাতœক আহত হয়। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুরসহ ব্যাপক লুটপাট চালায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা সদ্য আওয়ামীলীগে যোগদান করেছে। এই সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামীলীগ নেতার সেল্টার নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমি এলাকায় শান্তি শৃংখলা বজায় রেখে চলতে চাই। এ বিষয় তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ঠ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা আহত হয়েছে তারা সকলে বিএনপির সমার্থক, তারা নিজেরাই মারামারি করেছে। এ ঘটনার সাথে আওয়ামীলীগের কেউ জড়িত নয়। থানার সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এলাকা এখন শান্ত আছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ঘটনাস্থল সৈয়দপুর গ্রামে সদ্য বিজয়ী এমপি ও সাবেক এমপির শক্ত দুটি গ্রুপ আছে। সাবেক এমপি মনোনয়ন না পাওয়ায় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। এ নিয়ে সেখানে প্রায় সময় উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে চলে যায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ পাহারা জোরদার করা হলেও উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকার সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here