মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসন উল্লাপাড়ার বিএনপি মনোনীত ২ বারের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী কে কারাগারে পাঠিয়েছে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
বুধবার বিকেল ৫ টায় সাবেক এমপি এম আকবর আলী আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী দেলোয়ার হোসেন মন্টু সিরাজগঞ্জ ট্রেন পোড়ানোসহ নাশকতার ১৩ টি মামলায় সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি করেন।
এসময় বিচারক ৭ টি মামলার জামিন দিয়ে বাকি ৬ টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এ তথ্য নিশ্চিত করে তার আইনজীবী দেলোয়ার হোসেন মন্টু জানান- “ মোট ১৩ টি মামলার মধ্যে ৭ টি মামলায় জামিন দিয়েছে আদালত বাকি ৬ টি মামলার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত”।