সিরিয়ায় যা খুশি তাই করতে পারে ইরান:ট্রাম্প

0
326

খবর৭১:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় যা খুশি তাই করতে পারে ইরান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘সিরিয়া থেকে ইরান তাদের লোকজন সরিয়ে নিচ্ছে। তবে তারা সেখানে যা খুশি তাই করতে পারে।’

সিরিয়া থেকে কখন মার্কিন সেনা প্রতাহার করা হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব তিনি দেননি। তিনি বলেন, ‘আমি জানি না; কেউ কেউ বলেন চার মাস লাগবে। কিন্তু আমি ঠিক এমনটা বলিনি।’

ট্রাম্প বলেন, ‘আমরা কুর্দিদেরকে রক্ষা করতে চেয়েছি। তার মানে এই নয় যে, আমরা সিরিয়ায় চিরদিন থাকব।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার চার মাস বিলম্বিত করার জন্য অনুরোধ করেছেন বলে খবর বের হয়েছে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here