টেনিস কোর্টে সর্বকালের সেরা সেলফি

0
952

খবর ৭১: টেনিস কোর্টে রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসের ঐতিহাসিক লড়াই দেখতে পার্থ অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে টইটম্বুর। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবার মুখোমুখি হন এই দুই জীবন্ত কিংবদন্তি। শেষ হাসি হাসেন ফেদেরার। মিক্সড ডাবলস ম্যাচ শেষে দু’জন দু’জনকেই প্রশংসায় ভাসান। তার আগে সেলফি তুলে একে অপরকে ফ্রেমবন্দী করেন ফেদেরার ও সেরেনা। আর সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে টেনিস কোর্টে ‘সর্বকালের সেরা সেলফি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ফেদেরার নিজেও ছবিটি পোস্ট করে ক্যাপশন দেন, ‘ওহ কী একটি রাত ছিল।’ সুইজারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হার দেখে যুক্তরাষ্ট্র। গতকাল সিঙ্গেল ম্যাচে ফেদেরার ও সেরেনা দু’জনই জয় কুড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here