সীতাকুণ্ডে আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ নেতা নিহত

0
368

খবর৭১ঃচট্টগ্রামের আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দলে পৌর যুবলীগ নেতা নিহত হয়েছেন।সোমবার বিকাল ৪টার দিকে পৌর সদরের গজারিয়া দীঘি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ মো. দাউদ সম্রাট (৩৬) পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। হামলাকারী যুবলীগ নেতা ডাকাত শহীদ একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত যুবলীগ নেতা বাজারে যাওয়ার পথে আরেক যুবলীগ নেতা ডাকাত শহিদসহ ৫/৭ জনের একটি গ্রুপ তাকে অতর্কিত হামলা করে। এ সময় তারা কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here