নড়াইলের সরকারি উন্নয়ন কাজের যথার্থতা নিশ্চিত করতে চাই! নবাগত এমপি -মাশরাফিবিন মর্তুজা

0
417

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রাথী মাশরাফি বিন মর্তুজা সরকারি উন্নয়ন কাজের যথার্থতা নিশ্চিত করতে চান। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বিজয়ের পর সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ার এ কথা বলেন। এছাড়া মাশরাফি আরও বলেন, নড়াইলের সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে ব্যাপক কাজ করতে চাই। সমষ্টিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করার কথা অঙ্গীকার করেন। এছাড়া খেলাধুলার উন্নয়নেও কাজ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। মাশরাফি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় নবাগত এমপি হিসেবে তাঁকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে মাশরাফির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নড়াইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাশরাফি নড়াইলের উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা বা আশা করছেন সকলেই।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here