বগুড়া-৩ আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত

0
496

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
৩৮,বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকায় এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮টি কেন্দ্রে ও ৫৮৮টি বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী(জাপা) আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার(লাঙ্গল) ১লাখ ৫৭হাজার ৭’শ ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী যুদ্ধাপরাধ মামলায় পলাতক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদারের স্ত্রী মাসুদা মোমিন(ধানের শীষ) পেয়েছেন ৫৮হাজার ৫’শ ৮০ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২লাখ ৯৬হাজার ৪শত ৫৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৭হাজার ১’শ ৬২ ও মহিলা ভোটার ১লাখ ৪৯হাজার ২’শ ৯১জন।
দুপচাঁচিয়া সহকারী রিটার্নিং অফিসার এসএম জাকির হোসেন ও আদমদীঘির সহকারী রিটার্নিং অফিসার সাদেকুর রহমান ১লাখ ৫৭হাজার ৭’শ ৯২ ভোট পেয়ে লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড. নুরুল ইসলাম তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ১০৮টি কেন্দ্রে ও ৫৮৮টি বুথে এবার নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে কোন বিশৃঙ্খলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here