মোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে!

0
318

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের মোট ভোটের চেয়ে ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৪২০ জন। এর মধ্যে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ২ লক্ষ ৫৩ হাজার ৬৬৯ ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ২৮ হাজার ১৭০ ভোট পেয়েছেন। এখানে নৌকা ও ধানের শীষের প্রার্থী মিলে মোট ভোটারের চেয়ে ২২ হাজার ৪১৯টি ভোট বেশি পেয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

শনিবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যালটে নৌকা প্রতীকে সীল মেরে বাক্স ভর্তি করেছিল বলে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান গতকার দুপুরে প্রেসব্রিফিং করে অভিযোগ করেছিলেন এবং নির্বাচন বর্জন করেছিলেন।

এছাড়া এ আসনে লাঙ্গল, হাতপাখা ও কাস্তে প্রতীকের প্রার্থীরাও কিছু ভোট পেয়েছে। যা এখনও ঘোষণা করা হয়নি। সেগুলো যোগ করা হলে এর সংখ্যা আরও বাড়বে।

এ বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেনের কাছে প্রশ্ন করা হলে তিনি ব্রিবতকর অবস্থায় পড়েন। একপর্যায়ে তিনি বলেন এটি সংশোধন করে আপনাদের পরে জানানো হবে। তবে, এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর পরিবর্তিত ফলাফল ঘোষণা করেননি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here