খবর ৭১ঃ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছে। আজ(রবিবার) সকাল থেকে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সর্ম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।