লোহাগড়ায় পেট্রোল বোমা হামলার অভিযোগে ৬০ জন বিএনপি নেতা কর্মীর নামে মামলা

0
292

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার ইতনায় পেট্রোল বোমা হামলার অভিযোগে ৬০ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ইমদাদুল হক বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।
এামলার বাদী জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইতনা ইউনিয়নের ধোপাবাড়ির মোড়ে আওয়ামীলীগের নির্বাচনী অফিসের সামনে পেট্রোল বোমা হামলা হয়। এতে যুবলীগ কর্মী পাপ্পু কাজী (৩৫) আহত হন। সেখান থেকে পুলিশ একটি অবিস্ফোরিত পেট্রলের গন্ধযুক্ত বোতল উদ্ধার করে।

বুধবার সন্ধ্যায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান,বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here