নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার চামটা নামক স্থানে বুধবার (২৬শে ডিসেম্বর) সকালে দুই মোটরসাইকেল আরোহীকে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেল আরোহী নরসিংদী জেলার বেলাবর উপজেলার চরবাঘভেড় গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র রিপন মিয়া (১৪) ও মোটরসাইকেল চালক ব্রাম্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের মৃত আলম মিয়ার পুত্র শরীফ মিয়া (২৭) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাযায়। দূর্ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি রাস্তার পার্শ্বে ফেলে রেখে পালিয়ে যায়। নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জেসিকা আক্তার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃত ব্যক্তিদের বিষয়ে খোজঁখবর সহ দুঃখ প্রকাশ করেন।