গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন- জনসভায় বীরমুক্তিযোদ্ধা খুররম খাঁন চৌধুরী

0
333

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী খারুয়া ইউনিয়নের দেওয়াগঞ্জ বাজারে ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন।’ সাধারণ জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়। বাকশাল বন্দী হয়ে থাকতে চায় না। উন্নয়নের নামে দূর্নীতি জনগণ আর সহ্য করবে না। তাই আগামী ৩০শে ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করে গণতন্ত্র পুন:রুদ্ধার করতে সকলকে আহ্বান করেন। এছাড়া তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও নির্বাচনী প্রচারণা কার্যক্রমে বাধাগ্রস্থ করে সাধারন জনগণের রায়কে বদলানো যাবে না। জনগণ সকল ক্ষমতার উৎস। এসময় জনসভায় নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খাঁন চৌধুরী সহ বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় সর্বস্তরের বিপুল সংখ্যক তরুন, যুবক, নারী ও পুরুষ যোগদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here