জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত

0
324

জগন্নাথপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারে নির্বাচনী পথসভা সম্পন্ন     হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পথ সভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন বিগত ১০ বছর এ এলাকার শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ সহ সর্বোপরী উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছি। তিনি জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের অসাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আগামী ৩০ ডিসেম্বর সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ তার বক্তব্যে বলেন আমি নিজের জন্য রাজনীতি করিনি। এলাকার মানুষের জন্য সারা জীবন রাজনীতি করেছি। তিনি সৎ ও দক্ষ মানুষ হিসেবে এম এ মান্নানকে আগামী নির্বাচনে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি হরমুজ আলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম আবু তাহিদ, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খাঁন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ জিল্লুল করিম, লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ইকবাল এম হোসাইন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here