আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার প্রবেশদ্বারে নবাগত জেলা প্রশাসক আব্দুল মতিনকে বরণ করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় আগত নবাগত মোঃ আব্দুল মতিনকে জেলার প্রবেশদ্বর তথা গোবিন্দগঞ্জ উপজেলা সীমান্তের চাপড়িগঞ্জে পৌঁছিলে উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন ইউএনও রামকৃষ্ণ বর্মণ, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় নবাগত জেলা প্রশাসক আব্দুল মতিন সকলের নিকট দায়িত্ব পালনে সহযোগীতা কামনা করেছেন বলে জানা গেছে।