চাঁপাইনবাবগঞ্জ-২ নৌকার প্রার্থী জিয়াউর কে জয়লাভ করাতে মরিয়া কাদের

0
312

জোহরুলইসলাম,নাচোল(চাঁপাইসবাবগঞ্জ)প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট)এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মুহাঃজিয়াউর রহমান কে জয়লাভ করাতে নির্বাচনী প্রচারে মরিয়া হয়ে উঠেছেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী মুহাঃজিয়াউর রহমানের পক্ষে শহর থেকে গ্রাম পর্যন্ত নৌকার ভোট চেয়ে বেড়াচ্ছেন জণসাধারনের কাছে।শনিবার ও সকাল থেকে বিকাল পর্যন্ত নেজামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জিয়াউর রহমানের জন্য ভোট চাইতে দেখা যায় আব্দুল কাদের কে।সাধারণ ভোটারদের ধারণা উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের অতীত অভিঙ্গতা রয়েছে কিভাবে ভোটে জয় লাভ করা যায়।কেননা,কসবা ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সদস্য হিসাবেই ২০০৩ সালে বিএনপির ২৩ বছরের দুর্গে আঘাত হেনে কসবা ইউপির চেয়ারম্যান নির্বাচিত আব্দুল কাদের।সাফল্যের সাৎকৃতি হিসাবে ২০০৫সালে কাউন্সিলে ভোটের মাধ্যমে নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বর্তমানে সততার সাথে সেই দায়িত্ব পালন করছেন আব্দুল কাদের। দ্বিতীয় মেয়াদে কসবা ইউপির ২ বারের সফল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে দলীয় আওয়ামীলীগের মনোনযন নিয়ে উপজেলা পরিষদের ভোটে অংশ নেন আব্দুল কাদের।বিএনপি-জামায়াতের ঘাটি হিসাবে পরিচিত ইলামিত্রের নাচোলে, উপজেলা পরিষদের ভোটে বিএনপির দুর্গে হানা হেনে ব্যাপক ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জয়লাভ করে আব্দুল কাদের।চেয়ারম্যান হিসাবে শুধু তিনি নন আওয়ামীলীগের অপর দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তাঁর হাত ধরে।২০০৮সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি জিয়াউর রহমান কে নাচোল উপজেলা থেকে রেকর্ড পরিমান ভোট পাইয়ে সাংসদ নির্বাচিত করেন আব্দুল কাদের।এরপর নাচোল উপজেলা আওয়ামীলীগের ভিত শক্ত করে আব্দুল কাদের। ২০১৫সালে ডিসেম্বরে অনুষ্ঠিত নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রশিদ খাঁন ঝালুর জয়ের ব্যপারে ও আব্দুল কাদেরের উল্লখযোগ্য ভুমিকা রয়েছে। বিএনপি-জামায়াতের ঘাটি হিসাবে পরিচিত ইলামিত্রের নাচোল উপজেলা পরিচিত হলে ও আব্দুল কাদেরের মেধা,পরিশ্রমের ফলে নাচোল বর্তমানে আওয়ামীলীগের ঘাটি হিসাবে পরিচিত লাভ করেছে।আর এ কারনেই তৃনমুলে আব্দুল কাদেরের প্রতি রয়েছে কর্মী এবং সমর্থকদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আগামী ৩০শে ডিসেম্বর নৌকার প্রার্থী জিয়াউর রহমান কে আমরা নাচোল থেকে বিপুল পরিমান ভোটে জয়লাভ করাবো।কেননা,আমরা সকল মতভেদ ভুলে নাচোলের সকল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আওয়ামীলীগের দখলে রেখেছি মাঠ।বিপুল ভোটে আমাদের চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট)এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মুহাঃজিয়াউর রহমান বিজয় লাভ করবে।উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট)আসনে নৌকার প্রার্থী মুহাঃজিয়াউর রহমান এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here