ভারতে মুসলিম গরু ব্যবসায়ী খুন; ৮ জনের যাবজ্জীবন

0
576

খবর৭১:দুই বছর আগে ভারতের ঝাড়খন্ড রাজ্যে স্কুল শিক্ষার্থী এবং এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল শুক্রবার রাজ্যের লাথেহার জেলা আদালত এই রায় দিয়েছে।
২০১৬ সালের ওই ঘটনায় নিহত দুজন হলেন-স্কুল শিক্ষার্থী ইমতিয়াজ খান (১২) এবং গরু ব্যবসায়ী মজলুম আনসারি (৩২)। ঘটনার দিন তারা গরুর হাটে বিক্রীর জন্য তাদের গরু নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয় ‘গোরক্ষা কমিটির’ সদস্যরা তাদেরকে নিমর্মভাবে হত্যা করে।

গতকাল রায় ঘোষণার দিন অভিযুক্তদের পক্ষে শতাধিক ব্যক্তি আদালতের প্রাঙ্গনে জড়ো হয়ে ‘ ভারত মাতা কি জয়’ এবং ‘গোহত্যা বন্দ করো’ বলে স্লোগান দেয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here