কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না:তোফায়েল আহমেদ

0
365

খবর৭১:ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার নির্বাচনী পরিবেশ খুবই ভাল, শান্তিপূর্ণ। আমি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাড়িতে গিয়েছি।

শুভেচ্ছা বিনিময় করেছি। এখানে কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তবে তারা নিজেরাই মানুষের কাছে যাচ্ছে না।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আজ শনিবার জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি আমলে ভোলায় পানি সম্পদ মন্ত্রী ছিল কিন্তু ভোলার নদী ভাঙন প্রতিরোধে কোনো কাজ করেনি। আমরা ভোলার নদী ভাঙন রোধে ব্লক বাঁধ দিয়েছি। নদী ভাঙন বন্ধ করেছি। ভোলায় ব্যাপক উন্নয়ন করেছি।

তিনি আরো বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ এই শ্লোগান নিয়ে গ্রামগুলোতে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছি। সারা দেশের গ্রামগুলো শহরে রূপান্তর করা হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here