চুয়াডাঙ্গা-২ আসনের বি­এনপি’র প্রার্থী বাবু খানের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

0
461

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির­্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বি­এনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধক্ষ চুয়াডাঙ্­গা জেলা বিএনপির আহবা­য়ক  মাহামুদ হাসান খান বাবু নির্বাচনি এলা­কায়  নেতাকর্মিদের সা­থে মতবিনিময়  করেছেন। রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ  দিন বিকালে তিনি প্রায়াত বিএনপির দুই সংসদ সদস্য শহিদুল ইসলাম ও হাজী মোজাম্মেল হকের মাজার জিয়ারত করেন। পরে তিনি চুয়াডাঙ্গা জেলা দলীয় আইনজিবিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি জেলা কারাগারে আটক বিএ­নপির নেতা কর্মিদের সাথে সাক্ষাত করেন।

এসময় তার সাথে ছিলেন, এ্যডঃ আব্দুল খালেক, এ্যাডঃ মুকুল, দামুড়­হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনি­রুজ্জামান মনির, সাধা­রন সম্পাদক রফিকুল হা­সান তনু, মাহাবুবুর রহমান বাচ্চু, সাবেক দামুড়হুদা উপজেলা বিএন­পির সভাপতি খাজা আবুল হাসনাথ, আনিচুজ্জামান আনিছ প্রমুখ।

সর্বশেষ সন্ধায় তিনি জীবননগর উপজেলার বিভি­ন্ন গ্রামে দলীয় নেতা­কর্মীদের সাথে মত বিন­িময় করেছেন বলে জানান দামুড়হুদা উপজেলা বি­এনপির সভাপতি মনিরুজা­ম্মান মনির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here