হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহামুদ হাসান খান বাবু নির্বাচনি এলাকায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেছেন। রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বিকালে তিনি প্রায়াত বিএনপির দুই সংসদ সদস্য শহিদুল ইসলাম ও হাজী মোজাম্মেল হকের মাজার জিয়ারত করেন। পরে তিনি চুয়াডাঙ্গা জেলা দলীয় আইনজিবিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি জেলা কারাগারে আটক বিএনপির নেতা কর্মিদের সাথে সাক্ষাত করেন।
এসময় তার সাথে ছিলেন, এ্যডঃ আব্দুল খালেক, এ্যাডঃ মুকুল, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু, মাহাবুবুর রহমান বাচ্চু, সাবেক দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাথ, আনিচুজ্জামান আনিছ প্রমুখ।
সর্বশেষ সন্ধায় তিনি জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বলে জানান দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজাম্মান মনির।