হঠাৎ করেই পার্টি অফিসে এরশাদ

0
664

খবর ৭১: সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা শুরুর আগে হঠাৎ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টারর দিকে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান নিজ কার্যালয়ের সামনে অাসেন। বৃহস্পতিবার দুপুরে পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভাটি শুরু হয়। এতে প্রধান অতিথি পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভাপতিত্ব করেন নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

এসময় এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মহাসচিবকে নতুন দায়িত্ব দিয়েছি।
তাকে সহযোগিতা করুন। আমি বেঁচে আছি মরিনি আপনারা চিন্তা করবেন না।

এরশাদ বলেন, আপনারা হতাশ হয়ে কেউ পার্টি ছাড়বেন না। আমি তো ২৭ বছর কষ্ট করেছি, হতাশ হইনি। আপনারা কেনো হতাশ হবেন? পার্টিতে সংগঠিত থাকেন আল্লাহ ভরসা আমরা সবাই ভালো থাকবো।

উপস্থিত আছেন পার্টির প্রসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিসতি, গোলাম কিবরিয়া রাজু, হাফিজ উদ্দিন, শফিকুল ইসলাম সেন্টু, নূরে হাসনাত লিলি ও কেন্দ্রীয় সদস্যরাসহ নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here