উমেদনগরে মধ্য রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই

0
338

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামের পুরানহাটি এলাকায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় চারপাশে আগুণের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে অন্তত ১০টি বাসা-বাড়িসহ প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, ওই এলাকার জসিম মিয়ার বসত ঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে চড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তালুক মিয়া, বাজেষ্টর, নজরুল, জসিম, ইব্রাহিম মিয়া, মোস্তফা মিয়া, মিরাস মিয়াসহ অন্তত ১০ জনের বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার সামছুল আলম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান আরও বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here