বিএনপির হলেই অবৈধ আর অলওয়েজ লীগের হলে বৈধ:রিজভী

0
499

খবর ৭১: বিএনপির হলেই অবৈধ আর অলওয়েজ লীগের হলে বৈধ। এইচ টি ইমাম নির্বাচন কমিশনে যে লিস্ট দিয়েছে সেই ধরে ধরে বিএনপির মনোনয়ন বাতিল করছে। এ সকল কুকর্মের হোতা হলো এইচ টি ইমাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রেজা কিবরিয়ার মনোনয়ন পত্র ৫০০০ টাকার জন্য বাতিল হলেও এক কোটি টাকা ঋণ থাকলেও মাহি বি চৌধুরির মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নুরুল হুদার কমিশন আওয়ামী লীগ নেতার ন্যায় কাজ করছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করছে না।

রিজভী বলেন, ইসি সচিব নিজের নিরাপত্তা দাবি করলেও জনগনের নিরাপত্তা নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন। জনপ্রশাসন ও পুলিশে নৈতিক কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এখনও আছে আশা প্রকাশ।

তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিম শাহীর পতন ঘটাবে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে ও বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কোমরে সরকারি তাণ্ডবে বাধা দেয়ার জোড় নেই বলেও মন্তব্য করেন রিজভী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here