খবর৭১:সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রাজপরিবারে বিদ্রোহের আশঙ্কায় আছেন। দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে সেনাসদস্যদের রাজধানীতে জড়ো হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাজপরিবারেরই কিছু সদস্য অভ্যুত্থানের মাধ্যমে যুবরাজ সালমানকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে। এমন বিদ্রোহের আশঙ্কায় সেনাবাহিনীকে রাজধানী রিয়াদে তলব করেছেন ক্রাউন প্রিন্স।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান জি-২০ সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনায় অবস্থান করছেন। এমতাবস্থায় দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে সেনাসদস্যদের রাজধানীতে জড়ো হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের বিষয়টি কিছুটা হলেও আমলে নিয়েছেন যুবরাজ। সে কারণে উদ্ভূত পরিস্থিতি সামলাতে রিয়াদে সেনাবাহিনীকে তলব করা হয়েছে।
এদিকে জার্মানিতে নির্বাসিত যুবরাজ খালিদ বিন ফারহান আল-সৌদ বলেন, সৌদিতে ইতোমধ্যে একটি বিরোধী গ্রুপ দাঁড়িয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই-যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার পদ থেকে সরানো।
খবর৭১/জি