নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ব্যাপক গণসংযোগ

0
430

ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন প্রাপ্তির পর এলাকায় এসে বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন। বিভিন্ন গ্রামে মত বিনিময় সভাকালে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। বিশিষ্ট সমাজসেবক হিসাবে পরিচিত আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের নানা সেবা দিয়ে আসছেন। তাই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে আপন করে নিয়েছে।
এলাকাঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, জনপ্রতিনিধি হিসাবে তারা জাহাঙ্গীর আলমের মতো সাদা মনের মানুষকেই চায়। নড়াগাতী,কালিয়া,বড়দিয়া,মহাজন এলাকার বিভিন্ন মানুষদের সাথে কথা বলে জানা গেছে, তারা একজন ত্যাগী নেতাকে কাছে পেতে চায়। গণসংযোগকালে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়স কাজ করবো। জনগণের একজন সেবক হিসাবে ন্যায্য পাওনা পোঁছে দেবো। সন্ত্রাস,মাদক মুক্ত এলাকা গড়বো ইনশাআল্লাহ। শনিবারও তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। দলীয় নেতা-কর্মীরা জানায়, এবারের নির্বাচনে জাহাঙ্গীর আলম বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হবেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here