উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বুধবার দুপর ১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাসচন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাসচন্দ্র বোস বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা জেলা আওয়ামী লীগসহ শরিক দল মিলেমিশে নৌকা প্রতীকে মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেনতায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দানের আহ্বান জানান। এ ছাড়া জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়া-১ আসনে আওয়ামী লীগের মনোনীত শরিক দল জাসদের শরীফ নূরুল আম্বিয়া, নড়াইল-২ আসনে বিএনপি সমর্থিত শরীফ কাসাফুদ্দোজা কাফী, নড়াইল-১ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিল্টন মোল্যাসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া কালিয়ায় সহকারী জেলা রিটার্নিং অফিসার ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইল-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ