খবর৭১ঃ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কদিন আগেই গণমাধ্যমে খবর আসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিখোঁজ রয়েছেন। কেউ তাঁর কোনও হদিশ পাচ্ছে না। এর পর জানা যায়, গুরুত্বর অসুস্থ হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসাপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এরপর নিখোঁজের গুঞ্জনে ভাটা পড়লেও এরশাদের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানা যায়। এমনকি তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথাও শোনা যাচ্ছিল।
তবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সব শঙ্কা উড়িয়ে জানিয়েছেন, তাদের চেয়ারম্যান ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান অবস্থায় তাঁর সিঙ্গাপুরের চিকিৎসা নেয়ারও দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিং-এ তিনি এ কথা জানান।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একটি কুচক্রী মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে, এর সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ এখন নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু-একদিনের মধ্যেই বাসায় ফিরবেন।’
জাপা মহাসচিব আরও বলেন, ‘যাদের নির্বাচনের সামর্থ্য রয়েছে এবং জয়ী হওয়ার সম্ভাবনা আছে তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।’
মহাজোটের বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মহাজোট নিয়ে কোনও বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ