ড. কামাল হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন না

0
311

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় দলের প্রধানের নাম নেই।

বুধবার (২৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন সুব্রত চৌধুরী।

মনোনয়নপত্র জমা দেয়ার পর গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, ‘বয়স ও শারীরিক অবস্থায় বিবেচনায় ড. কামাল হোসেন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।’

তিনি বলেন, উনি আমাদের নেতা। বয়স ও শারীরিক অবস্থার কারণে নির্বাচন করবেন না। এটা আগেই বলেছেন। তবে তিনি আমাদের নেতৃত্বে থাকবেন।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here