মুক্তি পেয়েছেন ব্যারিস্টার রফিক

0
353

খবর ৭১: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

সরকার রিরোধী আন্দোলন করতে গিয়ে ২৮টি নাশকতা মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এসব মামলার প্রেক্ষিতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জেলে পাঠানো হয়। অবশেষে তিনি সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবীরা কারাফটকে তাকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে।

২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিস জারি করে।

ওই বছরের ১০ জুনের মধ্যে বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি তা করেননি। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ জানুয়ারি দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন উত্তরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর ওই বছরের ৩০ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here