সোমালিয়ায় জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত

0
826

খবর৭১:সোমালিয়ায় জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন যাজক রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির আল-শাবাব জঙ্গি গোষ্ঠী সোমবার (২৬ নভেম্বর) এ হামলা চালায়।

খবরে বলা হয় আল-শাবাবের এক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হামলা চালিয়ে যাজকসহ তার ১০ জন অনুসারীকে হত্যা করা হয়। ওই যাজক আমাদের নবীকে অপমান করেছে।

আল-শাবাবের পক্ষ থেকে বলা হয়, ওই যাজক গত বছর নিজেকে নবী হিসেবে দাবী করেন।

সোমালিয়ার মুডগ অঞ্চলের গভর্নর আবদি রশিদ হাসি রয়টার্সকে বলেন, ওই যাজককে আল-শাবাব অনেকদিন থেকেই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এছাড়া হামলায় ঠিক কতজন নিহত হয়েছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না।

উল্লেখ্য, আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালিয়ার ইসলামপন্থি উগ্র জঙ্গি সংগঠন আল-শাবাব। সংগঠনটি সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় দুর্গম গ্রামগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। আল-শাবাব আরবি শব্দ যার বাংলা অর্থ যুবক বা তরুণ। আল-শাবাবের পুরো নাম হরকত আল-শাবাব আল মুজাহিদিন। সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here