নড়াইলে শিশুপার্ক না থাকায় বিনোদন থেকে বঞ্চিত শিশু-কিশোররা

0
467

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে শিশুপার্ক না থাকায় চিত্ত বিনোদনসহ শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ-সুবিধা থেকে বি ত হচ্ছে শিশু-কিশোররা। অনেক ক্ষেত্রে চার দেয়ালের মধ্যেই বেড়ে উঠছে শিশুরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন অভিভাবকরা। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে নড়াইল শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা গড়ে উঠলেও এখানে কোনো শিশু পার্ক বা কোনো শিশু বিনোদন কেন্দ্র না থাকায় লেখাপড়ার অবসরে শিশুরা কোনো বিনোদনের সুযোগ পাচ্ছে না। নড়াইল শহর তথা পৌর এলাকায় কোনো শিশুপার্ক গড়ে না উঠায় যেখানে সেখানে লেখাধুলাসহ একটু চিত্ত বিনোদন খোঁজার চেষ্টা করছে শিশু-কিশোররা। আবার সে সুযোগ না পেয়ে কেউ কেউ কাটিয়ে দিচ্ছে বাড়ির চারদেয়ালের মাঝে। অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ বলছেন শিশুদের চিত্ত বিনোদনসহ শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে শিশুপার্কের গুরুত্ব রয়েছে। ডিসি আনজুমান আরা বেগম, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল পৌর এলাকায় শিশুদের বিনোদনের কথা চিন্তা করে কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন হয়ে আসলে শিশুরা চিত্ত বিনোদনের সুযোগ পাবে। শুধু আশার কথা নয়, শিশুপার্ক গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাগ্রহণ করবে কর্তৃপক্ষ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here