মাশরাফির বিপক্ষে লড়তে চান কে এই মনির?

0
449

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে লড়তে নড়াইল-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মনির হোসেন নামে এক ব্যক্তি। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। মনির হোসেন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি শাহাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। মনোনয়ন প্রত্যাশী মনির হোসেন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি কলস মার্কা নিয়ে নির্বাচন করবো। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন তিনি। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়া অন্য কোনো দলের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। মনির হোসেনই এ আসনে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here