খবর৭১:সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজটিতে মাশরাফি খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার রাতে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, “আমার সাথে তার যে কথা হয়েছে, তাতে তার যখন খেলা থাকবে সে খেলবে। ওর কাছে এখনো ক্রিকেটই আগে এবং আমাদের কাছেও। আমি আগে যা বলে দিচ্ছি এটা যে হুবহু হবেই সেটা ঠিক না। ও নিজেও বলছে খেলবে। হয়তো একটা ম্যাচ খেলতে পারবে না। তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি ওর যে কয়টা খেলা আছে সবগুলো খেলবে। এটাই হলো আমাদের বিশ্বাস। এরপর সামনে কি হয় দেখা যাবে। ”
এদিকে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
আর এই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাই মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তাঁকে মিরপুর হোম অব ক্রিকেটে দেখা যায়নি। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে এখন পর্যন্ত অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন না মাশরাফি।
খবর৭১/জি