তরুণ প্রজন্মরা যতবেশি সাহিত্য সংষ্কৃতি চর্চায় মনযোগী হবে জাতি তত সমৃদ্ধ হবে

0
865

খবর ৭১: জাতীয় লেখক-লেখিকা ও সাহিত্য সংগঠন ‘ঘাসের ডগায় শিশির (ঘাডশি) ২০৮ তম সহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর গত ৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক স্কুল মিলনায়তনে সংগঠনের সভাপতি এস.এম সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও ছড়াকার আ ফ ম মোদাচ্ছির আলী, সংগঠক মোঃ জামাল উদ্দিন, কবি ও ছড়াকার ফারুক হাসান, কবি ও সাংবাদিক স.ম. জিয়াউর রহমান, কবি নুর আল আলম।
সেমিনারে বক্তারা বলেন, একটি জাতি অলংকৃত ও গৌরবময় সম্পদ হচ্ছে তার নিজস্ব সংষ্কৃতি ও সাহিত্য। একটি জাতিকে বিশ্বের উচ্চ আসনে নিতে সংষ্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বের বহু দেশ সাহিত্য ও সংষ্কৃতিকে লালন করে আজ উচ্চ আসনে প্রতিষ্ঠিত। যে মাধ্যমটি চর্চা ও লালন করে জাতি কখনো দরিদ্র হয়না সেটি হচ্ছে সাহিত্য ও সাংষ্কৃতিক চর্চা। বক্তারা আরো বলেন, সাহিত্য ও সংষ্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিসত্ত¦াকেও আলোকিত করে। তাই তরুণ প্রজন্মরা যতবেশি সাহিত্য সংষ্কৃতি চর্চায় মনযোগী হবে জাতি তত সমৃদ্ধ হবে। প্রতিষ্ঠাতা মোঃ বেলাল হোসেন উদয়নের স ালনায় আরো উপস্থিত ছিলেন কবি ওসমান জাহাঙ্গীর, নূর নবী হীরা, হাফিজুর রহমান খান, মোহাম্মদ আসিকুল ইসলাম, মোঃ ফরহাদ মিয়া, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, মোঃ কুতুব উদ্দিন রাজু, রাজীব চক্রবর্তী।
আলোচনা ও কবিতা পাঠ শেষে সংগঠনের মাসিক মুখপএ ‘স্বপ্নরচনা’ উম্মোচন করেন।
উক্ত প্রোগ্রামে কারিগরি সহযোগীতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি ও বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here