আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন নায়ক শাকিল খান

0
382

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট – ৩ (মোংলা-রামপাল) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন নায়ক শাকিল খান। বাগেরহাটের রামপাল উপজেলার কৃতিসন্তান নায়ক শাকিল খান শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী’র ধানমন্ডির রাজনৈতিক কার্য্যলয় থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোয়ন পত্র কেনেন। এসময়ে তার সমর্থক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন পত্র কেনার পর নায়ক শাকিল খান মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে (বাগেরহাট -৩ আসনে) সংসদীয় এলাকায় কাজ করতে বলেছেন। সেই অনুযায়ী আমি দলীয় ভাবে মোংলা-রামপাল এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালিয়েছি। গনসংগোগ কালে এলাকায় সন্তান হিসেবে ব্যাপক সাড়া পেয়েছি। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাই, সেজন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদেন সাথে নিয়ে শনিবার সকালে সভানেত্রী’র ধানমন্ডির রাজনৈতিক কার্য্যলয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পত্র কিনেছি। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলে বাগেরহাট -৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী হবেন বলেও জানান তিনি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here