এস. এম. রাসেল, মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার ৩নং কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অমিত হোসেন কবির এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারী অর্থ আত্বসাৎ ও প্রভাব বিস্তারের অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব করেছেন পরিষদের ৯ জন ইউপি সদস্য।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারী অর্থ আত্বসাৎ, প্রভাব বিস্তারের অভিযোগে জেলা প্রশাসকের কাছে সরাসরি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সদস্যরা। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিব, দুদক চেয়ারম্যান ও সচিব, উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদর অনুলিপি দেয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণ করার পর পরিষদের কার্যক্রমসহ সব উন্নয়ন প্রকল্প একক সিদ্ধান্তে বাস্তবায়ন, উন্নয়ন কর্মকান্ডে নিন্মমানের কাজ, স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম, প্রভাব খাটিয়ে চাঁদা আদায়, ওয়ান পার্সেন্টর কাজ, কাবিখা, কাবিটা, টি আর, ৪০ দিনের কর্মসূচি, আশ্রয়নে উন্নয়ন কর্মকান্ডের অর্থ আত্বসাৎ, গ্রাম্যশালিশে বিচার প্রার্থীদের নির্যাতন ও বেআইনি জরিমানা, বয়স্ক ভাতার টাকায় জালিয়াতি, জন্ম নিবন্ধন ও অনলাইন সনদপত্রে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড করেছেন চেয়ারম্যান মোঃ অমিত হোসেন কবির।
এ সব অপকর্মের বিরোধিতা করে চেয়ারম্যাকে সদস্যরা বারবার সর্তক করলেও তিনি নিজেকে সংশোধন করেনি। বরং ইউপি সদস্যদের প্রতি বেপরোয়া হয়ে উঠেন চেয়ারম্যান। চেয়ারম্যানের এ সব অবৈধ কর্ম কান্ডের বিরুদ্ধে অভিযোগকারী সদস্যগন সভা ডেকে রেজুলেশন করে সর্বসম্মতি ক্রমে মোঃ অমিত হোসেন কবির এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করা হয়।
লিখিত অভিযোগে স্বাক্ষর করেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইলিয়াস হোসেন, সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য জুলেখা বেগম, সংরক্ষিত (৪,৫,৬) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য মোসাঃ মিনু বেগম, সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডের মহিলা আসনের সদস্য রেহেনা বেগম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মোল্লা, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন হাওলাদার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেকেন্দার শরীফ, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হালিম খান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জিয়াউল হক।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ অমিত হোসেন কবির কে মুঠো ফোনে অনাস্থার বিষয়ে জানতে চাইলে মোঃ অমিত হোসেন কবির জানান, তার বিরুদ্ধে সদস্যরা যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে জানান তিনি।
মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, চেয়াম্যানের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সত্যতা তদন্তের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার শাখার দায়িত্বরতদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস জানান, কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অমিত হোসেন কবির এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।