খবর ৭১: ৭টি ইসলামী দলের সমন্বয়ে ‘সম্মিলিত ইসলামী ঐক্যজোট’র আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
জোটে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা জাফরুল্লাহ খাঁন। আর মহাসচিবের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট খায়রুল আহসান।
সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ খাঁন বলেন, ‘অনেক আগে থেকেই জোট গঠনের এই প্রক্রিয়া চলছিল। আস্তে আস্তে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। তাই আজকে আমরা জোটের কথা ঘোষণা করলাম।’
জোটের চেয়ারম্যান বলেন, ‘শুধু নির্বাচনকে সামনে রেখেই জোট গঠন করা হয়নি। ইসলামী আইনকানুনের মাধ্যমে আদর্শিক কাজ করা এবং নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে জোটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করাই এই জোটের মূল লক্ষ্য। ’
খবর ৭১/ই: