চৌগাছা (যশোর) সংবাদদাতা : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সাথে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, রোকনুজ্জামান বাবু, অমেদুল ইসলাম, শেখ ওয়ালিউর রহমান, শামীম রেজা, সুজন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মুরসালিন নোমানী ক্লাবে পৌছালে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানুর আলম উজ্জ্বলের লেখা দু’টি বই ’স্বপ্নসারথি কাব্যে বাংলাদেশের ইতিহাস, জলের অন্তরে মাটি’ তার হাতে তুলে দেন। উল্লেখ্য, মুরসালিন নোমানী চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাধারণ সম্পাদক।