নান্দাইলে বিএনপি নেতা রফিকুল ইসলাম সহ ২২ নেতাকর্মীর উচ্চ আদালতে জামিন লাভ

0
590

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সৌদি আরব পূর্বা ল বিএনপির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম ও তাঁর অনুজ সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলসহ ২২ বিএনপি নেতাকর্মী মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। উল্লেখ্য, গত ১১ অক্টোবর বিএনপি নেতা রফিকুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। ওইদিন তিনি ঢাকা থেকে গাড়িযোগে দুুপুর পৌনে ১২টার দিকে নান্দাইল চারআনীপাড়াস্থ নিজ বাড়িতে প্রবেশ করার সময় নান্দাইল মডেল থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার ১২ অক্টোবর রাত ৮ টায় থানার উপ-পরিদর্শক লিটন মিয়া বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে তাঁকে প্রধান আসামী ও তাঁর অনুজ সাবেক মেয়র, বিএনপি নেতা আজিজুল ইসলাম পিকুলকে ২নং আসামী সহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা রুজু করা হয়। এদিকে কারামুক্তি লাভের পর মোবাইল ফোনে আ ক ম রফিকুল ইসলাম বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীসহ নান্দাইল উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি গ্রেফতার কালীন সময়ে তার প্রতি সহানুভূতি প্রদর্শন সহ দোয়া করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here