আজ বিসিসি নগর ভবনের দায়িত্ব বুঝে নেবেন নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুলাহ

0
488

খবর৭১:আজ মঙ্গলবার নগর ভবনের দায়িত্ব বুঝে নেবেন বরিশালে সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

এ উপলক্ষে বাহারি রঙের আলোকবাতি দিয়ে নগর ভবনকে সাজানো হয়েছে।

পাশাপাশি গোটা নগরের অলিগলিজুড়ে সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল গণমাধ্যমকে জানান, নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরণ করতে নানা আয়োজনের ব্যবস্থ্য করা হয়েছে। সাদিক আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণের পরপরই বরিশালের উন্নয়ন যজ্ঞ দেখবে নগরবাসী।

এ ছাড়াও নতুন মেয়রকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নগরের ফজলুল হক অ্যাভিনিউতে মঞ্চ তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর জানান, গত ৩০ জুলাই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিপুল ভোটের ব্যবধানে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। কিন্তু একদিন পরে শোকের মাস আগস্ট মাস শুরু হয়ে যাওয়ায় তিনি কোনো সংবর্ধনা এমনকি ফুলের শুভেচ্ছাও নেননি। আর তাই দায়িত্ব গ্রহণের দিনে জমকালো আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here