খবর৭১:পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান সড়কে র্যালি ও মানববন্ধনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রকৌশলী আবু সাইদ,সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস,যুব উন্নয়ন রেজাউল করিম,শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল। র্যালী ও মাববন্ধনে পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, স্কাউট, সাংবাদিক, সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
খবর৭১/জি